আজ আসছে রাজিব শাহ’র কন্ঠে ধন্য আশেকি জনা


আজ আসছে শাহ’র কন্ঠে ধন্য আশেকি জনা

.

লালন সাইঁজির তিরোধান দিবস উপলক্ষে লালন সাইঁজির ভাব স্মরণে রাজিব শাহ'র কণ্ঠে আসছে "ধন্য আশেকি জনা" লালন সাইঁজি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, মানবতার প্রতীক, অন্ধকার সমাজের সংস্কারক, এবং একজন মহান দার্শনিক। লালন সাইঁজি তাঁর লিখিত গানের মাধ্যমে ভক্ত অনুরাগী এবং খোদা সন্ধানী পথ পথিকদের দিয়ে গেছেন নানা দিকনির্দেশনা। লালন সাঁইজির গান মানেই আত্মজাগরণের কথা,ভাব প্রেমের কথা,গুরু প্রেম খোদা প্রেমের কথা। তবে অতি দুঃখজনক হলে ও সত্য যে লালন সাঁইজির বহু গান কালের বিবর্তনের সাথে সাথে, গানের প্রকৃত ব্যাখ্যা সুর,ছন্দ এবং তাল হারিয়ে যাচ্ছে যা লালন অনুরাগীদের গভীর ব্যাথিত করে। বাউল সম্রাট লালন সাইঁজির ১৩০তম তিরোধান দিবস উপলক্ষ্যে ফোক যুবরাজ খ্যাত রাজিব শাহ'কণ্ঠে রাজিব শাহ মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে  আজ ২৯ শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় মুক্তির পাচ্ছে "ধন্য আশেকি জনা" এ প্রসঙ্গে ফোক যুবরাজ রাজিব শাহ বলেন,আমরা চেষ্টা করে যাচ্ছি লালন সাঁইজির ভাবের কথা,প্রেমের কথা এবং মানবতার বাণী গুলো তরুন সমাজের মাঝে পৌছে দিতে। তিনি আরো বলেন,লালন দর্শন সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তুলে ও মানবের সকল কুকর্ম থেকে বিরত থাকার সবচেয়ে সহজ সরল পথপ্রদর্শন করে যা একটি মানুষকে সকল প্রকার কুস্বভাব থেকে মুক্ত হতে সহায়তা করে এবং মানব হ্নদয়ে খোদা প্রেম,গুরু প্রেম এবং আত্মজাগরণ সৃষ্টি করে। "ধন্য আশেকি জনা" গানের মিউজিক ডিরেক্টর এইচ.এ জীবন বলেন,আমরা আশাবাদী লালন সাইঁজির রচিত "ধন্য আশেকি জনা" গান টি লালন ভক্ত অনুরাগী এবং বাংলা গানের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের মন জয় করে নিবে। তিনি আরো বলেন,লালন সাইঁজি শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের সম্পদ,তাই লালন সাইঁজির রচিত গান গুলো বাঁচিয়ে রাখতে হবে আদি সুর ভাবের মাধ্যমে। এ সময় তিনি অনেক টা আক্ষেপ করেই বলেন,কালের বিবর্তনে লালন সাইজি গানের ব্যাখা এবং সুর তাল যে ভাবে ব্যবহার করা হচ্ছে এতে করে নিঃসন্দেহে লালন ভক্ত অনুরাগীদের গভীর ভাবে ব্যাথিত করে। আমরা চেষ্টা করে যাচ্ছি লালন সাঁইজির আদি সুর ভাব ঠিক রেখে লালন ভক্ত অনুরাগীদের নতুন কিছু উপহার দেওয়ার। ইতিমধ্যে রাজিব শাহ মিউজিক ওয়ার্ল্ডে বেশ কিছু মৌলিক গান সহ অনেক সূফি সাধকদের গান রিলিজ হয়েছে,যার মধ্যে উল্লেখযোগ্য হলো,তরুন গীতিকার সচল পাগল সুজন এর "পশু হই" সাঁই নিরাঞ্জন" মহাকাল এবং গীতি কবি,কবি জালালের গন্ধম এর মত শ্রোতা হ্নদয় জয় করা গান। রাজিব শাহ মিউজিক ওয়ার্ল্ডের সকল টিম মেম্বার দেশবাসী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে,রাজিব শাহ মিউজিক ওয়ার্ল্ড এবং সুস্থধারার বাংলা গানের পাশে থাকার আহবান জানিয়েছেন।

Comments