আলোচনায় আমি ০৯ টি অনলাইন বিজনেসের আইডিয়া দিয়েছি। তবে আপনাকে যে এই ০৯ টি বিজনেসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এমন কিন্তু নয়। আপনার যে বিষয়ে অভিজ্ঞতা এবং জ্ঞান আছে, আপনি সে বিষয়ের উপরে অনলাইনে বিজনেস করতে পারেন।
কোন বিজনেসের টাকা বেশি এই ধরনের চিন্তা না করে বরং চিন্তা করুন কোনটা আপনার জন্য উপযোগী এবং আপনি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই কাজটা দিয়ে প্রথমে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন।
১. ব্লগিং
ব্লগ খুলেও আপনি খুব সহজে অর্থ ইনকাম করতে পারেন। বর্তমান সময়ে অনেকেই ব্লগিংকে তাদের প্রফেশন হিসাবে নিচ্ছে। আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি ভাষায় ব্লগিং করতে পারেন। তবে ইংরেজি ভাষার ব্লগের চাহিদা এবং ভিজিটর অনেক বেশি থাকে।
ব্লগিং এর মাধ্যমে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারেন। যেমন: গুগল এডসেন্স, দেশীয় বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপন কিংবা কোন কোম্পানির বিজ্ঞাপন। আবার অনেক সময় পেইড রিভিউ বা স্পনসরড পোস্ট লিখেও ইনকাম করতে পারেন।
যে-সব বিষয়ের উপর ব্লগিং করতে পারেন:
- খবর বিশ্লেষণ
- খাবার রেসিপি
- বিজ্ঞান বা প্রযুক্তি
- ধর্মীয়
- স্বাস্থ্য বা লাইফ স্টাইল
- টিউটোরিয়াল
- ইতিহাস
- খেলাধুলা
- রহস্য ভিত্তিক ইত্যাদি
২. ইউটিউব
ইউটিউব সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশ ইতোমধ্যে অনেক নামীদামী ইউটিউবার আছে, যাদের সম্পর্কে আপনারা পত্র-পত্রিকায় পড়েন। চাইলে আপনিও ইউটিউবে অনলাইন বিজনেস করতে পারেন।
আপনি কি ধরনের বিষয়ের উপরে ভিডিও করবেন, সেটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন। আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ের উপরই ভিডিও করতে পারেন বা অন্য ইউটিউবারদের ভিডিও থেকে ধারণা নিতে পারেন।
৩. এফিলিয়েট মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন পণ্য বা সেবার লিংক শেয়ার করে অর্থ ইনকাম করতে পারেন। আরও বিস্তারিত জানতে আমাদের হৈচৈ বাংলা ওয়েবসাইটের এফিলিয়েট মার্কেটিং এই বিভাগের পোস্ট গুলো পড়তে পারেন।
৪. ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
আপনি যদি ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হয়ে থাকেন, তবে আপনি ওয়েবসাইট ডিজাইনের উপর অনলাইনে বিজনেস করতে পারেন। কারণ তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত মানুষ তার নিজের অথবা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে। আবার কেউ তাদের ওয়েবসাইটকে পুনরায় নতুন করে আপডেট করে, তার জন্য প্রয়োজন হয় ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারের।
৫. ভিডিও এডিটর
ভিডিও এডিটিং এর অনলাইন বিজনেস করতে পারেন। বর্তমানের অধিকাংশ কোম্পানি তাদের বিজ্ঞাপন থেকে শুরু করে ইউটিউবের ভিডিও তৈরিতেও ভিডিও এডিটরের প্রয়োজন পরে। এসব প্রয়োজন পূরণ করতে পারে আপনার ভিডিও এডিটিং এর অনলাইন বিজনেস।
৬. সফটওয়্যার ডেভেলপমেন্ট
সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক চাহিদা সম্পন্ন বিজনেস। আপনি বিভিন্ন সফটওয়্যার তৈরি করে অর্থ ইনকাম করতে পারেন। অনেক সময় একটি সফটওয়্যার বিক্রি করেও কোটি টাকা ইনকাম করতে পারেন।
পাশাপাশি আপনি অ্যান্ড্রয়েডের প্লে স্টোর কিংবা আইফোনের অ্যাপ স্টোরের জন্য অ্যাপ তৈরি করেও অর্থ ইনকাম করতে পারেন।
৭. ডোমেইন হোস্টিং বিজনেস
ডোমেইন হোস্টিং এর বিজনেস বর্তমানে যথেষ্ট চাহিদা সম্পন্ন। কারণ যেহেতু প্রতিনিয়ত ওয়েবসাইট তৈরির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আর ওয়েবসাইট তৈরি করলে অবশ্যই তার জন্য হোস্টিং এবং ডোমেইনের প্রয়োজন।
তাই বলা যায় ডোমেইন হোস্টিং এর বিজনেসে আপনার ক্ষতির সম্ভাবনা অনেক কম। ডোমেইন হোস্টিং বিজনেসের ক্ষেত্রে আপনি থার্ড পার্টির ভূমিকা পালন করতে পারেন।
৮. স্যোশাল মিডিয়া মার্কেটিং
বর্তমানে প্রায় সকল প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আলাদা বিভাগ রাখে। আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ করিয়ে নেয়। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর অনলাইনে বিজনেস করেন। তবে বলা যায় এটাও যথেষ্ট চাহিদা সম্পন্ন বিজনেস হবে।
৯. এসইও
সবার শেষে এসইও দেখে অনেকে হয়তো এটাকে কম গুরুত্বপূর্ণ মনে করছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
ড. ক্রিস ডায়াগাদাগ বলেন,
” গুগলের সার্চ রেজাল্টে প্রথম হওয়া সকল ওয়েবসাইট মালিকদের স্বপ্ন।”
আর আপনি চাইলে এসব ওয়েবসাইট মালিকদের স্বপ্ন পূরণ করতে পারেন এসইওর অনলাইন বিজনেসের মাধ্যমে।





