“নুসরাত” তুই উড়েই যা


ছবিঃ ইন্টারনেট

.

চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো!!
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো!!
একটি মানুষ দেখেছিলাম
তাও সাদা বক হয়ে গেলো,
উড়ছে আকাশে একটি সাদা বক
ছোট ডানায় এতো আগুন সে কোথায় পেলো।


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো।


আগুনে পুড়ছে একটি দেশ,
শেষ, শেষ,সব মানুষ শেষ,
আমরা পারিনি বোন তোকে বাঁচাতে,
নুসরাত তুই সাদা বক হয়ে উড়েই যা 
থাকবি কেনো এই দেশে, কোন আশাতে।


জ্বলছে আমার বোন নুসরাতের প্রতিবাদী দেহ 
আমরা অন্ধ আমরা ‌অন্ধ
আমাদের অন্ধ মনে ছিলো তবুও অমানুষের মতো সন্দেহ।


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো!!
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো!!


সময় ও আসবে একদিন এদেশে ঘুরতে ঘুরতে
মরতে মরতে মেরে দিবে নুসরাত’রা সব অমানুষরে
সে’দিন খুঁজে পাবো কিছু সত্যি মানুষ।


চারিদিকে এতো অসময়- মানুষ দেখিনা কেনো!!
চারিদিকে এতো আদম – মানুষ দেখিনা কেনো!!

commentaires