জান্নাতী নারীদের বৈশিষ্ট্য কি রকম হতে পারে?


হযরত হাসান বসরী (রঃ) বলেন- যে অন্যকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করে তার জ্ঞান তুচ্ছ থেকে যায়।

.

কিছু প্রয়োজনীয় আলোচনা

শরীয়তে এমন কিছু বিষয় শেখার আছে যা আলোচনা করতে, শুনতে বা কাউকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে। অথচ এই বিষয়গুলো জানা ফরজও হতে পারে। এরকম গুরুত্বপূর্ণ বিষয় কেবলমাত্র লজ্জাবোধের কারণে শেখা বা জানা হল না। ফলে আজীবন ভুলের মধ্যে থেকে গেলাম এবং বৈধ-অবৈধ সম্পর্কে বেগাফিল থেকে গোনাহের কাজ করে গেলাম নিজের অজান্তেই। এমনটা হতে দেয়া যায় না। জীবন পরিচালনার জন্য শরীয়তের গোপন মাসলা-মাসায়েল জানা ও শেখা আবশ্যক।

একটি কথা না বললেই নয় আর তা হল- জরুরি বা গোপনীয় যতসব মাসলা-মাসায়েল কোরআন-হাদিসে বা কিতাবাদিতে আছে এগুলো এমনি এমনি আসেনি। এই সব মাসলা-মাসায়েলের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল (সা) নিজে। ক্রমান্বয়ে সাহাবীগণ, তাবেয়ী, তাবে-তাবেয়ীসহ আলেম-উলামাগণ এই সব বিষয়ের বিশদ আলোচনা করে গেছেন যাতে আমরা উপকৃত হই। তাহলে একজন আলেম যখন কোনো গোপনীয় মাসলা খোলা-মেলা আলোচনা করেন, কেন আমরা ইতস্ততা করতে শুরু করি। অনেক সময় ঐ আলেমকে বেশরম ব্যক্তি বলে মন্তব্য করি। কোনো আলেম যদি এই বিষয়ের খোলা-মেলা আলোচনা না করেন তাহলে আমরা জীবনেও এই শিক্ষা পাবো না।

হাদিস শরীফে এসেছে- প্রত্যেক মুসলমানের উপর (নর/নারী) বিদ্যা (শরীয়তে অবশ্যই পালনীয় এমন সব বিষয়) অর্জন করা ফরজ। হযরত হাসান বসরী (রঃ) বলেন- যে অন্যকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করে তার জ্ঞান তুচ্ছ থেকে যায়। কাজেই নিজের জন্য জানা ফরজ এমন সব বিষয়ের জ্ঞানার্জন করা দরকার। আমি এই সব বিষয় সম্পর্কে অনলাইনে লিখা প্রয়োজন মনে করছি দু’টি কারণে।

এক. অনলাইনে কোনো লেখা প্রকাশিত হলে যে কেউ এটা পড়তে পারে কাউকে জানতে না দিয়ে, কাউকে বুঝতে না দিয়ে। তাই অহেতুক যারা লজ্জাবোধ করে তারাও বিষয়গুলো গোপনীয়তা বজায় রেখে পড়তে পারবে, জানতে পারবে, শেখতে পারবে।

দুই. বাংলা ভাষায় এখনো ভাল মানের কোনো বই বা কিতাব রচিত হয়নি যা আমাদের কাছে সহজ ও সহজে বোধগম্য। আমি প্রতিটি মাসলা-মাসায়েলের উপস্থাপনা এতই সহজভাবে করতে চেষ্টা করব যাতে পাঠককুলের বুঝতে সহজ হয়।

জান্নাতী নারীদের বৈশিষ্ট্য কি রকম হতে পারে?

নারীদের দায়েমী ফরজ ৫টি

ক) ঈমানের সাথে থাকা

খ) পর্দায় থাকা

গ) সর্বাঙ্গ ঢেকে রাখা

ঘ) স্বামীর কথা মেনে চলা

ঙ) ছোট আওয়াজে কথা বলা।

নারীর দায়েমী সুন্নাত ৭টি Read More

 

Comments