আর কত?


হে বিবেক,
আর কতবার ধৈর্য ধরলে
শান্ত হবে হৃদয়?
আর কতটুকু কাদলে
পরে মন ভালো হবে,
বলো না একটু আমায়?

.

আর কতগুলো প্রান গেলে পরে
সুবোধ আসবে ফিরে?
আর কত মা'র বুক খালি হলে
পাপবোধ যাবে চলে?

এটা কি কোন স্বাধীন দেশ
নাকি বন্দী জেলখানা?
কত সরকার এলোগেলো তবুও
কেন সিস্টেম বদলালো না?

আর কতদিন ক্ষান্ত হবে,
সন্তান হারা পিতা?
অভিশাপ যদি দিয়ে দেয়
তবে সামলাতে পারবে না!

সময় থাকতে কাজে নেমে পড়ো
এটাই হবে বেশ,
তবেই তো নিশ্চিত হবে একটি
স্বাধীন জীবন ও দেশ।

377 Görüntüler

Yorumlar