***শিক্ষনীয় একটি গল্প***


কষ্ট করে ১ মিনিট সময় বের করে আর্টিকেলটি পড়বেন। আশা করি ভালো লাগবে। আপনার মূল্যবান সময় নষ্ট হবে না।।।

একদিন এক চালক কিছু ব্যক্তির উদ্দেশ্যে একটি জোকস বলে। জোকস শুনে সকলে হাঁসে। এরপর সে আবার সেই জোকসটি বলে। তখন দু-একজন ছাড়া সকলে হাঁসে। তারপর সে আবারও জোকসটি বলে। এবার কিছু লোক হাঁসে। তারপর তিনি আবারও জোকসটি বলেন।কিন্তু এবার আর কেউ হাঁসলো না। 

তখন তিনি মুচকি হেঁসে বললো :

দেখো। তোমরা একই জোকস শুনে বারবার হাঁসতে পারছো না। তাহলে, তোমরা একটি কষ্ট নিয়ে দিনের পর দিন কাঁদতে থাকো কেন????

1045 Vues

commentaires


Apon Mahmud 5 années depuis

hmm

 
  • Aimer
  • Amour
  • HaHa
  • Sensationnel
  • Triste
  • En colère