দুর্গোৎসবকে আনন্দময় করতে দেশের অন্যতম ফ্যাশন হাউজ ‘কে ক্র্যাফট’ নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নে বৈচিত্র্যময় নতুন নতুন সব পোশাক।
শরতের প্রকৃতির কাশবন, মেঘ, হালকা হওয়ার পরশের মুগ্ধতার আবহকে কে ক্র্যাফট বিস্তৃত করেছে তাদের শারদীয় সম্ভারে। স্পিরিচুয়াল আর্ট ফর্ম ‘মানডালা’ আর্ট এর বিচিত্র রঙের বিন্যাসে জ্যামিতিক প্যাটার্নের অনুপ্রেরণায় একাধিক রঙের সমন্বয়ে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দূর্গাপূজা কালেকশন।
লিনেন, কটন, ভয়েল ও সিল্ক ইত্যাদি আরামদায়ক কাপড়ে প্রিন্টিং, এমব্রয়ডারি এবং মিক্সড মিডিয়া ব্যবহার করা হয়েছে। মেরুন ও ফিরোজা রঙের বাইরে কে ক্র্যাফট -এর এবারকার পূজা আয়োজনে উল্লেখযোগ্য অন্যান্য রঙের মাঝে আছে কোরাল রেড, লাইট ব্রাউন, ইয়েলো ওকরে, অরেঞ্জ।
এবারের শারদীয় আয়োজনকে আরো বর্ণিল করতে কে ক্র্যাফট তৈরি করেছে শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট ও শিশুদের জন্য দারুণ সব পোশাক। যুগল ও ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। অর্থাৎ মা ও মেয়ের কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। এছাড়া যুগলদের জন্য শাড়ি ও পাঞ্জাবি।