✽ যত দোষ..... দ্বীনদার আর পর্দাশীল বালিকার??? --------------------------------------------------- ✽ ☞ ফেসবুকে নিজের কোন ছবি আপলোড দেয়না! ╚► এটা ফেক আইডি! ✽ ☞ বাইরে গেলে হিজাব-নিকাব পরে! ╚► দেখতে নিশ্চয় কদাকার ! ✽ ☞কোন ছেলের সাথে কথা বলেনা! ╚► নিশ্চয় ছ্যাকা খাইছে!নাইলে এত ছেলে বিদ্বেষ কেন! ✽ ☞গান শুনেনা! ╚► আনকালচার্ড,সংস্কৃতিমনা না! ✽ ☞ হিন্দি সিরিয়াল দেখে না! ╚► হিন্দি বুঝেনা রেএএএএ!! ✽ ☞স্বামীর অনুগতা! ╚► ব্যক্তিত্ব বলতে কিছু নাই!নিজেকে স্বামীর দাসি বানায়ে রাখছে! ✽ ☞ বাইরে গেলে সাজুগুজু করেনা! ╚► আনস্মার্ট!গেয়ো! ফ্যাশন বলতে কিছু জানেনা! ✽ ☞ পড়াশোনা শেষ করল কিন্তু জব করবেনা! ╚► গাধার গাধা একটা! ক্যারিয়ার টা নষ্ট করল! ✽ ☞ হারাম কাজে নিষেধ করে! ╚► এহ! দু পাতা জ্ঞান নিয়ে এখন মুফতি হইছে! ✽ ☞ ইয়ো-ইয়ো বয় বাদ দিয়ে দাড়িওয়ালা-বয় বিয়ে করতে চায়! ╚► বোকা মেয়ে! নিজের পায়ে নিজে কুড়াল মারছে! হুজুর পোলাপান আর কয় টাকা ইনকাম করে! ✽ ☞ বয়স ২১, বিয়ে করতে চায়! ╚► মারেম্মা!! বাচ্চা মেয়ে আবার বিয়ের জন্য পাগল হইছে! বেহায়া একটা! ✽ ☞ স্মার্টফোন ইউজ করে,ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ ইউজ করে!(দ্বীনশেখার উদ্দেশ্যে) ╚►দেখছ কান্ড! হুজুর হয়েও হাংকি পাংকি ছাড়েনা! ✽ ☞গীবতের আসর থেকে উঠে চলে আসে! ╚► দেখেছেন! মুখে দ্বীনের কথা বললে কি হবে অন্তরে হিংসায় ভরা! ✽ ☞ হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছে!(কোরআন তিলাওয়াত, ইসলামিক লেকচার) ╚► হেহেহে.. হুজুন্নি হয়ে গান শুনে!ভন্ড হুজুন্নি! ✽ ☞ভার্সিটি পড়ে কিন্তু পর্দা করে ক্লাসে যায়! ╚► ভার্সিটিতে পড়তে এসে পর্দা!বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে যাতে কেউ চিনে না ফেলে এই জন্য এমন সুব্যবস্থা! ✽ ☞ তার স্বামীর গল্প নিয়ে আসর মাতায় না! ╚► এত হুজুর হলে কি হবে!সংসারে সুখ নাই ; দেখেই বুঝা যায়! ✽ ☞ অহেতুক দুনিয়াবী কথা কম বলে! ╚► ইশশ.. সারাক্ষন মুড নিয়ে থাকে! অহংকার অহংকার! ....... ইত্যাদি..... »» একটা কথা মাথায় রাখবেন।আপনি ভাল চলতেছেন সমাজে কিছু চরিত্রহীন মানুষ আছে আপনি ভাল চলেন তা কখনও চাইবেনা। »» আপনি শুধু আল্লাহর কাছে এই পার্থনা করবেন। হে #আল্লাহ আমি ভাল না খারাপ তুমি দেখতেছো তুমি জানো।আর যারা আমার সমালোচনা করে তাদেরকে হেদায়েত দাও। আমীন
Buscar
entradas populares
-
বউ শাশুড়ীর একটি শিক্ষনীয় গল্প
-
কুরআন বড় নাকি রাসুল (সা)
-
কাজী নজরুলের চার বছরের সন্তানের মৃত্যুর করুন কাহিনী
Por Samia Shejuti -
Exploring Generative AI in Software Development: Opportunities & Risks
Por kanhasoft llp -
Probiotics Market Size, Share, Development, Trends, Segments and Forecast 2033
Por Univ Datos
Categorías
saiful islam 7 años
nice