#আগামীকাল_পূর্ণ_চন্দ্রগ্রহণ_ঘটবে। #আমাদের_করনীয়_কি.?


আবহাওয়া অধিদফত সূত্রে জানা যাচ্ছে যে,আগামীকাল(সোমবার) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়ায় চ??

.

#আগামীকাল_পূর্ণ_চন্দ্রগ্রহণ_ঘটবে। #আমাদের_করনীয়_কি.? আবহাওয়া অধিদফত সূত্রে জানা যাচ্ছে যে,আগামীকাল(সোমবার) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশের মাধ্যমে চন্দ্রগ্রহণ শুরু হবে। বেলা ১টা ৪৮ মিনিটে শেষ হবে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে ১০টা ৪১ মিনিট ১৭ সেকেন্ডে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় (মূল) চন্দ্রগ্রহণ ঘটবে। পূর্ণগ্রহণ শেষ হবে ১১টা ৪৩ মিনিট ১৬ সেকেন্ডে। প্রচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে ১২টা ৫০ মিনিট ৩৯ সেকেন্ডে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে ১টা ৪৮ মিনিটে। ৫ ঘণ্টা সাড়ে ১১ মিনিট স্থায়ী এ গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩। বিঃদ্রঃ দিনের বেলায় গ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে। #আমদের_করনীয়_কি..? অধিকাংশ সময়েই আমাদের দেশের মানুষেরা অত্যন্ত আনন্দ আর কৌতুহল নিয়ে সূর্যগ্রহন এবং চন্দ্রগ্রহন প্রত্যক্ষ করে থাকে। অথচ সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হত, তখন আমাদের প্রিয় নবী (সা.) এর চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত। তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন। কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সুতরাং কেউ যদি চন্দ্র বা সূর্য গ্রহন দেখে, তার উচিত হবে রাসুল (সাঃ) এর সুন্নাহ অনুযায়ী কাজ করা ও বেশী বেশী করে সে সময় আল্লাহকে স্মরণ করা। দুআ করা, সাদকা করা, ইস্তেগফার পড়া, ইত্যাদি। রাছূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) বলেছেন - ﺇِﻥَّ ﺍﻟﺸَّﻤْﺲَ ﻭَﺍﻟْﻘَﻤَﺮَ ﺁﻳَﺘَﺎﻥِ ﻣِﻦْ ﺁﻳَﺎﺕِ ﺍﻟﻠﻪِ، ﻟَﺎ ﻳَﺨْﺴِﻔَﺎﻥِ ﻟِﻤَﻮْﺕِ ﺃَﺣَﺪٍ ﻭَﻟَﺎ ﻟِﺤَﻴَﺎﺗِﻪِ، ﻓَﺈِﺫَﺍ ﺭَﺃَﻳْﺘُﻢْ ﺫَﻟِﻚَ ﻓَﺎﺩْﻋُﻮﺍ ﺍﻟﻠﻪَ ﻭَﻛَﺒِّﺮُﻭﺍ ﻭَﺻَﻠُّﻮﺍ ﻭَﺗَﺼَﺪَّﻗُﻮ •► “চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম। কারও জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহন হয় না। তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর তার নিকট দুয়া কর এবং তাকবীর দাও,ছলাত আদায় কর এবং সদকাহ প্রদান কর।” [সহিহ বুখারীঃ৯৯৪,৯৯৫,৯৯৭, ৪৮১৮ ] তাই আসুন, আমরা বিষয়টিকে বিনোদন হিসেবে গ্রহণ না করে, আল্লাহর আজাব গজব কে স্বরণ করি, এবং ইবাদাত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমীন।

382 Views

Comments


Sadia Tabassum Alika 5 years ago

😥

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry