আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য কৃতিত্বের অধিকারী শাকিব


টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ডের অধিকারী হলেন শাকিব আল হাসান।

.

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবারই শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয় হাসিল করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচেই নতুন কৃতিত্বের অধিকারী হলেন শাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। একইসঙ্গে বিশ্বের প্রথম স্পিনার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন শাকিব। শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গার পর দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নিলেন কুড়ির ফর্ম্যাটে।

এই তালিকায় শাকিবের পরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তিনি ৯৯ উইকেট পেয়েছেন। এরপর রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি পেয়েছেন ৯৮ উইকেট। আফগানিস্তানের রশিদ খানের ঝুলিতে রয়েছে ৯৫ টি উইকেট। মালিঙ্গা ও শাকিব ছাড়া কেউই টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে ১০০ উইকেট নিতে পারেননি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও ৬০ রানে জয় পেয়ে ৫-১ ব্যবধানে অজিদের সিরিজে হারায় টাইগাররা। আর শেষ ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল হাসান। নিজের কোটার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন তিনি। 

পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। তাদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মহম্মদ নইম। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বাধিক ২২ রান করেন ম্য়াথু ওয়েড। তিনি ২২ রান করেন। এছাড়াও বেন ম্যাকডারমট ১৭ রান করেন। এছাড়া দলের বাকি কেউই ২ অঙ্কের স্কোর করতে পারেননি। বাংলাদেশ বোলারদের মধ্যে শাকিব ছাড়া বাকিরাও দারুণ পারফর্ম করেন। সইফুদ্দিন ৩ উইকেট নেন। ২ উইকেট নেন নাসুম আহমেদ ও ১ উইকেট নেন মাহমুদুল্লাহ। পুরো সিরিজে একমাত্র চতুর্থ টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

170 Views

Comments