পদক তালিকার শীর্ষে চিন, ভারত নেমে গেল ৪৬ নম্বরে


টোকিও: চলতি অলিম্পিক্সে পদক তালিকায় বুধবারের তুলনায় আরও তিন ধাপ নেমে গেল ভারত। একটিমাত্র রুপো-সহ ভারত এখন ৪৬ নম্বরে রয়েছে।

.

মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় অ্যাথলিটই চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় বুধবার ৪৬ নম্বরে নেমে গেল ভারত।

১৫টি সোনা, ৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ সহ মোট ৩১টি পদক পেয়ে তালিকায় এক নম্বরে উঠে এসেছে চিন। ১৫টি সোনা, ৪টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক-সহ মোট ২৫টি পদক পেয়ে তালিকায় দুই নম্বরে রয়েছে আয়োজক দেশ জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গিয়েছে তিন নম্বরে। পদক সংখ্যায় অন্যান্য দেশের তুলনায় এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ৩৮টি পদক জিতেছে তারা। তবে সোনার পদক ১৪টি হওয়ায় তালিকায় তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পদক তালিকায় ৪৬ নম্বরে ভারতের সঙ্গে যুগ্মভাবে রয়েছে বুলগেরিয়া, কলম্বিয়া, জর্ডন, নর্থ ম্যাসেডোনিয়া, পোল্যান্ড, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

বৃহস্পতিবার মহিলাদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার। মজার ব্যাপার হল, তিন রাউন্ডের ম্যাচে দ্বিতীয় ও তৃতীয়, মোট দুটি রাউন্ড জেতেন মেরিই। তবু কেন হেরে বিদায় নিতে হল তাঁকে? কারণপ্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। সেই খামতি দূর করা তাঁর পক্ষে আর সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকালে টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে নিজের ম্যাচ জিতেছেন সতীশ কুমার। পুরুষদের বক্সিংয়ে ৯১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সতীশ হারালেন জামাইকার রিকার্ডো ব্রাওনকে। খেলার ফল সতীশের পক্ষে ৪-১। এদিন প্রথম থেকে সতর্ক ছিলেন সতীশ। কিন্তু ম্যাচে যত এগােচ্ছিল, ততই ছন্দ ফিরে পাচ্ছিলেন সতীশ। শেষ পর্যন্ত ম্যাচে জয় পান তিনি।

তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অতনু দাস। এই জয়ের ফলে ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন অতনু। এর আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের রুপোজয়ী ডেং ইউং চেং। তাঁর বিরুদ্ধে ৬-৪ পয়েন্টে জিতেছিলেন অতনু। প্রি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও সোনাজয়ী তিরন্দাজ দক্ষিণ কোরিয়ার ওহ জিন হিয়েকের বিরুদ্ধে জয় পেলেন অতনু। 

 
 

Comments