পিতা মাতার জন্য সন্তানের দোয়া


হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো
বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিলো
হে আমার প্রতিপালক ত?

.

হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিলো হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা কর আমার পিতা মাতাকে ক্ষমা কর আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা কর তাকে উচ্চ মর্যাদা দান কর তুমি তার কবর কে প্রশস্ত কর তুমি তার কবরকে আলোকিত কর আল্লাহ তুমি আমার পিতা মাতে ক্ষমা কর তুমি তাদের প্রতি রহমত নাযিল কর তুমি তাদেরকে মাফ কর তুমি তাদের প্রতি নিরাপত্তা অবতীর্ন কর তুমি তাদেরকে দামি সম্মানি খাদ্য খেতে দাও তুমি তাদের থাকার জায়গা প্রশস্ত করে দাও তুমি তাদেরকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপর কে ময়লা থেকে ধুয়ে পরিস্কার করা হয় দুনিয়াতে যে বাড়ি ছিলো তার চেয়ে সুন্দর বাড়ি দাও দুনিয়াতে যে পরিবার ছিলো তার চেয়ে সুন্দর পরিবার দাও দুনিয়াতে যে স্ত্রী ছিলো তার চেয়ে সুন্দর স্ত্রী দাও তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও তুমি তাদেরকে কবরের শাস্তি থেকে বাচাও তুমি এদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাচাও। আজকে একটি পবিত্র দিন। আসুন আমরা সবাই আমাদের পিতা মাতার জন্য হাত তুলে এভাবে দুয়া করি। আমরা সন্তানরা যদি তাদের জন্য এভাবে দুয়া না করি তাহলে আর কে করবে, আসুন আমরা তাদের জন্য কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে বিনয়ের সাথে দুয়া করি। ইন শা আল্লাহ্‌ পিতা মাতার জন্য সন্তানের এ দুয়া কখন বৃথা যাবে না। ইন শা আল্লাহ্‌ আমাদের দুয়া কবুল হবে। হে আল্লাহ্‌ আমাদের সবার পিতা মাতে জান্নাতুল ফেরদাউস দান কর। আমিন। যে সন্তান পিতা মাতার মৃত্যুর পর ছবি টাঙ্গিয়ে রাখে সম্মান করে, মৃত্যু বার্ষিকি পালন করে, তিন দিন চল্লিশা পালন করে সে ছেলে হচ্ছে কুসন্তান আর যেই ছেলে পিতা মাতার মৃত্যুর পর এভাবে আল্লাহর কাছে দুই হাত তুলে দোআ করে সেই সন্তান হচ্ছে সুসন্তান।

Comments