ছোটখাটো কাটাছড়ার এমন কিছু ঘরোয়া দাওয়াই যা জেনে রাখা উচিৎ সবার


ছুরি বা অন্য ধারালো বস্তুর আঘাতে ছোটখাটো কাটাছড়া আমাদের প্রায় লেগেই থাকে। জেনে নিন বাড়িতেই কীভাবে শুশ্রূষা ক

.

ছুরি বা অন্য ধারালো বস্তুর আঘাতে ছোটখাটো কাটাছড়া আমাদের প্রায় লেগেই থাকে। এমনকী রান্না করার সময়েও আমাদের প্রায়ই কিছু না কিছু হয়ে থাকে। এই সব কাটাছড়ার উপযুক্ত প্রাথমিক চিকিৎসা করা প্রয়োজন। তবে সব চেয়ে আগে প্রয়োজন ক্ষত স্থান ভাল করে ধুয়ে ফেলা যাতে কোনও রকম ইনফেকশন না হয়। তারপর সহজ কয়েকটা উপায় অবলম্বনে ক্ষতও স্থান থেকে রক্তপাত বন্ধ করুন।

কেটে গেলে প্রথমেই সাবান দিয়ে ভাল করে জায়গাটা জলে ধুয়ে নিন। রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করুন আর কোনও ইনফেকশন না হয় সে খেয়াল রাখুন।

পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ক্ষত দ্রুত সেরে যায় বলে জানা গেছে। ক্ষত স্থান ঘষাঘষি না করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখলে ভবিষ্যতে দাগ পড়া থেকেও রেহাই পাওয়া যায়। ক্ষতস্থান লাল হয়ে গেলে বা চুলকালে সেটা ইনফেকশনের লক্ষণ হতে পারে। কোনও রকম সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।  

পেট্রোলিয়াম জেলি ক্ষতস্থানের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। এর ফলে দ্রুত ক্ষত সেরে যায়। জারের বদলে টিউব থেকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে কোনোরকম ব্যাকটেরিয়া বা নোংরা ভিতরে প্রবেশ করতে পারে না। অ্যান্টিবায়োটিকের বদলে ছোটখাটো কাটাছড়া ঘরোয়া টোটকার সাহায্যে দূর করার চেষ্টা করুন।

ক্ষতস্থান ধুতে ঠাণ্ডা অথবা ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। আর একটা মৃদু সাবান বা ক্লিনজার দিয়ে  পরিষ্কার করে ফেলুন।

পরিষ্কার কাপর বা গজ কাপর দিয়ে চেপে দুই-এক মিনিট ধরে রাখলে রক্তপাত বন্ধ হয়ে যাবে।

তারপর একটা পরিষ্কার ব্যান্ডেজ জড়িয়ে রেখে দেবেন। এর ফলে বাইরের ধুরলোবালির হাত থেকে ক্ষত স্থান সুরক্ষিত থাকবে।

ক্ষতস্থানে ব্যথা থাকলে ওষুধপত্র সেবন করবেন। অল্প কাটাছড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় না। 

নোংরা জং ধরা কিছুতে কাটলে অবশ্যই টিটেনাস নেবেন। আপনি নিজে নিশ্চিত না থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।  

বেশিরভাগ সময় ছোটখাটো ক্ষত এক সপ্তাহের মধ্যেই সেরে যায়। কিন্তু তিন- চার সপ্তাহ ক্ষত থেকে গেলে বা রক্তপাত বন্ধ না হলে বা কয়েক ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হলে এবং জ্বালা, চুলকানি দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।

813 Visualizações

Comentários