সূরা তাকাছুর


১। (হে মানুষ!) অর্থ-সম্পদের প্রাচুর্যের লোভ তোমাদেরকে মোহগ্রস্থ করে রাখে।

.

১। (হে মানুষ!) অর্থ-সম্পদের প্রাচুর্যের লোভ তোমাদেরকে মোহগ্রস্থ করে রাখে।

২। (তোমাদের এই মোহগ্রস্থ অবস্থা বহাল থাকে ততক্ষণ পর্যন্ত) যতক্ষন না তোমরা কবরে পতিত হও।

৩। তোমরা অচিরেই জানতে পারবে যে, এটা (তোমাদের এভাবে মোহগ্রস্থ হয়ে থাকা) কখনোই ঠিক নয়।

৪। আবার বলছি, তোমরা অচিরেই জানতে পারবে যে, এটা (তোমাদের এভাবে মোহগ্রস্থ হয়ে থাকা) কখনোই ঠিক নয়।

৫। (অর্থ-সম্পদ সম্পর্কে) তোমাদের সুস্পষ্ট ও সুদৃঢ় জ্ঞান থাকলে তোমরা কখনোই মোহগ্রস্থ হতে না।

৬। (মোহগ্রস্থ থাকার কারণে) অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে।

৭। আবার বলছি,  (মোহগ্রস্থ থাকার কারণে) অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে নিজের চোখে দেখার বিশ্বাসে।

৮। এরপর সেদিন তোমাদেরকে নি:সন্দেহে (কীভাবে) নিআমত (ভোগ ও ব্যবহার করেছো, সে) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।

Comments