সুস্থ থাকতে প্রত্যাহিক নিয়ম মেনে চলুন।


Early sleep, early rise. Makes a man healthy,wealthy and wise.

.

প্রতিদিন কিছু শারিরিক পরিশ্রম করলে ডায়াবেটিকস হবে না। প্রতিদিন মানসিক পরিশ্রম করলে অহেতুক চিন্তামুক্ত থাকা যায়। পরিশ্রমি হলে যথেষ্ট ঘুমানো দরকার কমপক্ষে ৮ ঘন্টা। তাড়াতাড়ি ঘুমানো উচিত রাত ১২ টার আগে। তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠলে মন ও মস্তিস্ক ফ্রেশ থাকে। তবে ঘুম পুরিয়ে উঠতে হবে। ঘুমানোর পূর্বে ও সকালের নাস্তার পরে দাঁত ব্রাশ করলে দাঁতে ক্ষত ও পোকা ধরবে না। প্রতিবার খাবার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত ধৌত করলে পেটে কোনো জীবানু প্রবেশ করবে না। বাথরুম থেকে আসার পর বাম হাত সাবান দিয়ে ভাল করে ধৌত করা উচিত।

Comments