সাইটটি ভিজিট করে পরামর্শ দেয়ার অনুরোধ রইল


ইন্টারনেটের গভীর জ্ঞান থাকাটা একেবারেই জরুরি। আর এ জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

.

অনলাইনে আয় করা যায় কথাটি বহুদিন থেকে অনেকেই হয়ত শুনে আসছেন। কিন্তু কিভাবে এটা সম্ভব জানাটা এখন সময়ের দাবি। উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশও আজ পিছিয়ে নেই। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিযোগীতা এবার ইন্টারনেটে। কাজেই ইন্টারনেটের গভীর জ্ঞান থাকাটা একেবারেই জরুরি। আর এ জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

এই সাইটটে সমাগম হবে ভালো মানের লেখকদের। ইঞ্জিনিয়ার, সফটওয়েরবিদ, মিডিয়াম্যানসহ সব সেক্টরের জনতা। পাঠকদের জ্ঞানপিপাসা মেটাতে কোনো কমতি থাকবে না আশা রাখছি। তাই আসুন! আমরা একই সারিতে সারিবদ্ধ হয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরো উন্নতির জোয়ার বইয়ে দিতে এগিয়ে যাই।

আর হ্যাঁ, যদি কেউ Web ডিজাইন ও ডিভেলাপমেন্ট ভালভাবে জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।। বাংলাদেশে আমি কি এমন কাউকে পাবো না যিনি বেসিক কাজের খুঁটিনাটি জানেন এবং শিখানোর প্রয়োজন হলে প্রাণ খুলে শিখাবেন। অনেকে মনে করেন পুরো কাজ শিখিয়ে দিলে ছাত্র/শিক্ষার্থী (কিছু কিছু শিক্ষকের ভাষায় (ক্লাইনট) হাতছাড়া হয়ে যায়। অর্থাৎ তিনি হয়ত আজীবন এই শিক্ষার্থীকে জিম্মি করে রাখতে চান।

আপনি কি জানেন এ রকম ব্যবহার কারা করে? এ প্রশ্নের উত্তর না দিয়ে ছোট একটি গল্প শুনাব আপনাদের যাতে আপনারাই যেনে যাবেন কারা এমন করে।। এক লোক ২০টি গল্প জানত। সে গল্প বলাকে পেশা হিসেবে গ্রহণ করল। যেহেতু সে ২০টি গল্প জানে তাই তার অনেক ভয় এবং ২/৩ টি গল্পতো হাতে রিজার্ব রাখতে হয় তার উস্তাদি জাহির করতে। কেউ এই ব্যক্তির কাছে গল্প শিখতে গেলে সেই লোক ভাব দেখাবে বেশি আর শেখাবে কম। এর কারণতো আপনারা নিজেরাই অনুমান করে ফেলেছেন।

আলোচনার উপান্তে এসে বলব জীবনে টাকার প্রয়োজন আছে ঠিকই তাই বলে,  যে ব্যক্তি আমার কাছে কোনো বিষয়ে কিছু শিখতে আসবে আমি কি তাকে আমার আসলটাই দান করব না? সব সময় কি তাকে যত কম শিখানো যায় সেদিকে মনোযোগ রাখবো? এটা মোটেই সমীচীন নয়। ইন্টারনেটে আয় করা সম্পর্কে কিছু শিখতে চাইলে YouTube এ সার্চ দিলে Tutorial এর অভাব নেই। তথাপি কিছুটা হলেও দুর্বলতা থেকে যাওয়াই স্বাভাবিক। এ কারণে একজন শিক্ষক প্রয়োজন পড়ে। Web ডিজাইন ও ডিভেলাপমেন্ট সম্পর্কে ভাল জানাশুনা একজন ব্যক্তি আমাকে কল করতে পারেন কারণ আমার কাছে অনেকই আছে যারা Web ডিজাইন ও ডিভেলাপমেন্ট শিখতে চায়।

আরো কিছু জানতে চাইলে ভিজিট করে আসুন-

 

এখানে ক্লিক করেন

 

 

Comments