স্তন ক্যানসারে কখন কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হয়?


স্তন ক্যানসারের চিকিৎসায় একপর্যায়ে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হয়। সেটি কখন?

.

স্তন ক্যানসারের চিকিৎসায় একপর্যায়ে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হয়। সেটি কখন?  

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৭তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কেমোথেরাপি বা রেডিওথেরাপি, এগুলো কখন আপনারা রোগীকে দেন?

উত্তর : এই জিনিসটি আসলে রোগীদের জন্য জানাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটি হয়, যখন একটি ক্যানসার ধরা পড়ে, রোগীরা খুব সন্দিহান হয়ে পড়েন। মানুষজন অনেক ভুল পথে পরিচালিত করে। চিকিৎসকরাও কিন্তু সঠিকভাবে জানেন না কী করতে হবে। হয়তো একজন অনকোলজিস্টের কাছে পাঠাচ্ছেন বা অনেতে হয়তো সার্জনের কাছে পাঠাচ্ছেন। তবে আমি সবার আগে এটি বলতে চাই, যখনই এই ধরনের একটি উপসর্গ হবে সবার আগে একজন সার্জনের সঙ্গে যোগাযোগ করতে হবে। সার্জন তাকে দেখবে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই রোগটি সম্পর্কে। কোন অবস্থায় রয়েছে, সেটি আমরা যাচাই করে দেখি। অনেক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপি আমরা অস্ত্রোপচারের আগেও দিয়ে থাকি। সে ক্ষেত্রে সার্জন নিজেই তাকে অনকোলজিস্টের কাছে পাঠায়। আমাদের দেশে একটু যোগাযোগের অভাব রয়েছে এখনো। রেফারেল পদ্ধতিটাও জরুরি।

 

814 Views

Comments