ভারতীয় প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে মিথিলা


ভারতীয় প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে মিথিলা

.

প্রথমবার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘একাত্তর’ নামের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন ছোট পর্দায় দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এটি প্রচারে আনছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’। পরিচালনায় তানিম নূর।

 
 

নির্মাণ কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। বৃহস্পতিবার (৫ মার্চ) এর ট্রেলার অবমুক্ত করা হবে। সেদিনই রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক।

মিথিলাজানা যায়, মুক্তিযুদ্ধ নিয়েও প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলো ভারতীয় কোনো প্রতিষ্ঠান।

এ ওয়েব সিরিজে মিথিলার পাশাপাশি অভিনয়ে আরও থাকছেন- ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেকে।

448 Uitzichten

Reacties