পতাকা উড়িয়ে ফিলিস্তিনের শিশুদের বার্তা দিলেন আফ্রিদি

Comentarios · 316 Puntos de vista

পশ্চিম তীরে টানা দশম দিনের মতো ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর চলছে ইসরায়েলি বর্বরতা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৪ জনই শিশু। এছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ?

ইসরায়েলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। পাকিস্তানের সাবেক কিংবদন্তী ফাস্টবোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।

স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন সাবেক অলরাউন্ডার ও পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।

নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। সেই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আপলোড করেছেন বুম বুম খ্যাত এই ক্রিকেটার।

টুইটের ক্যাপশনে উর্দুতে লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়। ’

ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি ছাড়াও ফিলিস্তিনের পক্ষে ক্রিকেটারদের মধ্যে টুইট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, প্রোটিয়া অভিজ্ঞ তারকা হাশিম আমলা ও তরুণ পেসার কাগিসো রাবাদা।

ফিলিস্তিনিদের পক্ষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশি কিকেটাররাও। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

 

 

 

 

Comentarios

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন