মহানায়িকার জন্মদিনে যে ছবি পোস্ট করলেন রাইমা


বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন বেঁচে থাকলে ৯০-এ পা দিতেন। জন্মদিনে তার পুরনো একটি ছবি পোস্ট করেছেন নাতনি রাইমা সেন।

.

সুচিত্রা সেনের কোলে ছোট্ট রাইমা। সুচিত্রা সেনের হাসিতে ভরে রয়েছে ছবিটি। রাইমাও খিলখিলিয়ে হাসছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আম্মা। তুমি চিরকাল আমাদের মনের কাছাকাছি থাকবে’।

সুচিত্রা সেনের জন্ম বাংলাদেশে, ১৯৩১ সালের ৬ এপ্রিল। ২০১৪ সালের ১৭ জানুয়ারি তার মৃত্যু হয়। তার আসল নাম রমা দাশগুপ্ত। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও জনপ্রিয়তা পেয়েছিলেন কিংবদন্তীতুল্য এ অভিনেত্রী। ১৯৬৩ সালে ''সাত পাকে বাঁধা'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রী হিসেবে "সিলভার প্রাইজ" জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।

বাঙালির মনে আজও সুচিত্রা সেন চিরতরুণী। কারণ বয়স হয়ে যাওয়ার পরে তা খুব বেশি ছবি প্রকাশ পায়নি। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। তাই আরও বেশি করে সুচিত্রা সেন বলতে সেই সময়ের কথাই মনে পড়ে দর্শকদের। টিনসেল টাউনে আজও তিনিই ‘মহানায়িকা’।

Comments