ইনডোর প্ল্যান্ট


ইনডোর প্ল্যান্ট গাছ যা অল্প সময়ে খুব সহজেই পরিচর্যা করা যায় আর অযত্ন অবহেলায়ও সজীব সতেজ থাকে সব সময়।

.

মন ভালো রাখতে বাসায় গাছের সবুজ রং অন্দরে আনে প্রাণের স্পর্শ। তাই যত দামি সোফাই রাখুন কিংবা ল্যাম্পশেড, একটি গাছ যা পারে, ততটা শোভনীয় কিন্তু ওই মূল্যবান সামগ্রীও করে তুলতে পারে না। এখন তো ফ্ল্যাটের যুগ। বাগান করার জায়গা নেই। তাই ঘরেই রাখুন ইনডোর প্ল্যান্ট।

প্লান্ট বা গাছ শুধু যে ঘরের সৌন্দর্য বাড়ায় তা নয় আমাদের ঘরকে রাখে সতেজ এবং দূষণ মুক্ত। ঘরের বাতাস দূষণ মুক্ত রাখতে ইন্ডোর প্লান্ট রাখা অনেক প্রয়োজনীয়।

Peace Lily

Plantsguru Areca Palm

 

Snake plant

কিছু প্লান্ট/গাছ হয় দেখতে অসাধারন। শুধু তাই নয়, বাড়ির শোভা বাড়ায় কয়েক গুণ। পাশপাশি আমাদের মন ভালো করার ক্ষেত্রেও গাছের জুড়ি নেই। বিশেষজ্ঞদের মতে, একটি গাছ স্নায়ুর উত্তেজনা কমায়, মাথাব্যথা কমায় এবং ডিপ্রেশন দূর করে ও বিভিন্ন থেরাপিতে এর কদরও রয়েছে বেশ।

কথিত আছে গাছ ঘরে থাকলে অশুভ শক্তি বাড়ি থেকে পালায়। অশুভ শক্তি পালিয়ে যাক আর নাই যাক গাছটি কিন্তু অন্দরের সৌন্দর্য বাড়ায় কয়েক গুণ। আসলে কিছু প্লান্ট/গাছ রাতে অক্সিজেন নির্গত করে। ফলে সারা রাত ভালো ঘুম হয়।

সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ উন্নত করে তোলার জন্য আরেক মন ভালো করা গাছ হলো পিস লিলি বা এরিকা প্লান্ট/গাছ । বাতাসের টক্সিক উপাদানগুলো দূরীভূত করার ক্ষেত্রে গাছের গুরুত্ব অনেক। 

Comments