#কুড়িয়ে_পাওয়া_ডাইরী (রহস্য ভয়ানক গল্প)


ভুতের গল্প
#কুড়িয়ে_পাওয়া_ডাইরী

.
 

#কুড়িয়ে_পাওয়া_ডাইরী

#পর্ব_১

আমি প্রায় ক্লান্ত ফুটবল খেলে আমার বন্ধুরা
এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেল মাঠ
থেকে শুধু আমি রয়ে গেলাম।হাটার শক্তিটুকু ও
নেই আমার রাত হয়ে আসছে তাই বাড়ীর উদ্দেশ্য
হাটাদিলাম মাঠ থেকে বাড়ী অনেক দূর তাই
সামনে রহিম চাচার চায়ের দোকান বসে চা
খেলাম সাথে চাচার সাথে আড্ডা ও হল রাত ৮
টা মা বকবে নিশ্চিত তাই তাড়াতাড়ি হাটছি
হঠাৎ কিসের সাথে বেজে আমি পড়ে গেলাম।
এটা কি?এটা তো একটা ডাইরি কার ডাইরি আর
এখানে বা কেন। এত কথার সময় নেই ডাইরিটা
হাতে নিয়ে হাটাদিয়েছি।
হাটতে হাটতে চিন্তা করছি কার হতে পারে?
মনে হয় এই রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময়
হয়তো পরে গিয়েছে। হতে পারে অসম্ভব কিছু
না।বাসায় চলে এসেছি মা জিজ্ঞাস করল:
কোথায় ছিলি সকাল থেকে তোর ছোট ভাই
মাঠঘাট সব দেখে এসেছে? আমি মাঠে ছিলাম ও
খেয়াল করেনি।যা এত কথা না বলে হাতমূখ দুয়ে
পড়তে বস।
আমি আর আমার ছোট ভাই পড়তে বসলাম।আমি
ডাইরিটা খুলে দেখছি আমার ছোট ভাই প্রশ্ন
করলল এটা কি?
তোর এটা দেখতে হবেনা পড়া পর বলে ওকে
আমি দমিয়ে দিলাম কিন্তু ও হার মানার পাত্র
নয়।ডাইরিটা খুলে দেখলাম মুমিনুল হক নাম
লেখা আছে। যার ডাইরি তার নাম হবে হয়তো
পৃষ্ঠা উল্টাতে লাগলাম সব টাকার হিসাব বেশ
কিছু উল্টানোর পরে তার বিষয়ে পেলাম।
::(১১-৬-২০০২)
আজ আমি SSc পরিক্ষাই ভাল ফল পেয়ে পাশ
করেছি।বাসার সবার সম্মান রাখতে পারাই
নিজেকে ধন্য মনে হচ্ছে।
::(৪-৭-২০০২)
শহরে আপুর সাথে তাকি। ফ্ল্যাট বাসা অনেক
ভাল গ্রামের মত তেমন চিৎকার চেঁচামিচি নেই।
নিরব এলাকা ভাল তো আমার ও এসব পছন্দ নয়।
::(১৫-৮-২০০২)
উত্তরা প্রাইভেট কলেজে ভতি ভাল রেজাল্ট
থাকলে ও সরকারি কলেজে ভতি হওয়া যায়না।
:(১৬-৮-২০০২)
কলেজে আজ প্রথম দিন তাই তাড়াহুড়া করে
বাসা থেকে বের হলাম ছেলে মানুষ তাই
তাড়াতাড়ি বাসে ঢুকে একটা খালি সিটে বসে
পরলাম।কিছু দূর পরে একটা সুন্দরি মেয়ে বাসে
উঠেছে।আমার সামনে এসে দাঁড়াল যা আমার
মুটেও ভাল লাগছিলল না।তাই তাকে আমি উঠে
সিট দিলাম।
ভদ্রতার পরিচয় দিলাম।কলেজ এসে পড়েছে তাই
দেরি না করে নেমে গেলাম।নিজের ক্লাসটা
খুজে বসে পড়লাম।ক্লাস শুরু স্যার মোবাইল
টিপার জন্য একজনকে দাড় করাল।আমি কৌতূহল
বসত দেখতে ইচ্ছা হচ্ছিল।তাই দেখছি
মেয়েটিকে একি এত সেই মেয়ে যাকে আমি
বাসে সিট দিয়েছিলাম।ক্লাস শেষ আমি
ক্যান্টিন এর দিকে যাচ্ছি কিছু খাওয়া জন্য।
কে যেন পিছন থেকে ঢাক দিল আমি ফিরে
দেখি মেয়েটা আপনি এখানে হ্যা আমি এই
কলেজে... এর পরে অনেক কথা হল।
ডাইরীটা বন্ধ করে আমি রাতের খাবার খেয়ে
ঘুমাতে যাই।আর ডাইরীর কথা চিন্তা করি
ছেলেটা শহরে থাকে আর এই ডাইরী এখানে বা
কি করে।
বেশি চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। ঘুমের
মধ্যে একটা স্বপ্ন দেখলাম কে যেন আমাকে
বলছে সাহায্য কর... আমি মুক্তি চাই....
(চলবে)

#collocate

Comments