ইসলামে হিজাব

Yorumlar · 528 Görüntüler

হিজাব পরিধান করা ইসলামের অন্যতম ফরজ বিধান।

আল্লাহ তাআলা কুরআন পাকের অনেক স্থানে পর্দা পালনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘(হে নারীগণ!) তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, অজ্ঞতার যুগের নারীদের মত নিজেদের প্রদর্শন করবে না। আর নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে।’ (সুরা আহযাব : আয়াত ৩৩)

অন্য আয়াতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিবকে নির্দেশ দিয়ে বলেন, ‘হে নবি! আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে দেয়।’

হিজাব বা পর্দা মানুষকে শয়তানের প্ররোচনা ও কুপ্রবৃত্তি থেকে নিরাপদ রাখে। নারীদের নিরাপত্তা ও পুরুষের চারিত্রিক পরিশুদ্ধতার জন্যই নারীদের ওপর হিজাব তথা পর্দার বিধান দেয়া হয়েছে। নারী যাতে নিজেদের ইজ্জত-আব্রু অন্যান্য ব্যক্তিদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করতে পারে।

বর্তমানে বলতে শোনা যায় যে, ইসলাম হিজাব তথা পর্দার ওপর কোনো বিধি আরোপ করেনি। হিজাব নারীদের ব্যক্তিগত বিষয়।

মনে রাখতে হবে নারী প্রগতি, নারী মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠার নামে হিজাববিহীন খোলামেলা চলাফেরায় রয়েছে মারাত্মক কুফল। কেননা হিজাব তথা পর্দা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আবশ্যক পালনীয় বিধান। যারা এ বিধানের অস্বীকার করবে তারা ইসলাম থেকে রেব হয়ে যাবে।

নারী-পুরুষ সবার জন্য পর্দা পালন করা সমান জরুরি। আর নারীদের জন্য হিজাব পরিধান করা আবশ্যক পালনীয় কাজ। যাতে সে তার রূপ ও সৌন্দর্য হেফাজত করবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে হিজাব পরিধান করে সুন্দর ও কুলষমুক্ত সমাজ উপহার দেয়ার তওাফক দান করুন। আমিন।

 

Yorumlar

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন