পথ-শিশুদের জীবন


পথ-শিশুদের জীবন

.

পথ শিশু এই কথাটা শুনলেই, মনের ভিতরে অদ্ভূত এক শিহরণ জেগে উঠে। কতটা কষ্টের মধ্যে কাটছে তাদের জীবন। কখনো কি ভেবে দেখেছি আমরা, কখনো কি এই পথ শিশুদের পাশে দাঁড়িয়েছি আমরা, দাঁড়াইনি। তাদের কষ্ট গুলো বুঝার চেষ্টা করিনি আমরা। এই পথ শিশুদের কারও মা নেই, কারও বাবা নেই কারও আবার মা - বাবা কেউ নেই। হয়তো বা কারও মা - বাবা থেকেও নেই। কতটা কষ্টে তাদের জীবন। আমরা কি পারিনা এই শিশুদেরকে ভালোবাসতে " তাদের পাশে এসে দাঁড়াতে " তাদের ভালবাসায় নিজে সিক্ত হতে? আসুন আমরা তাদেরকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসি। ওদেরকে অবহেলা না করি। ওরাও তো আমাদের মতো মানুষ " ওদের হাত কাটলেও রক্ত বেরোতে থাকবে " আমাদের হাত কাটলেও তো রক্ত বেরোবে তাহলে কেনো আমরা ওদেরকে অবহেলা করবো। ওদের চাওয়া পাওয়া গুলো কি কখনো বুঝার চেষ্টা করেছি আমরা? "- করিনি। ওরা আমাদের কাছে কি চায়? একটু ভালবাসা, দুবেলা একটু ভালো খেতে চায়, ভালো ভাবে একটু শান্তিতে বেচে থাকতে চায়। ওরাও কিন্তু আমাদের মতো জীবনটাকে সাজাতে চায়। আমরা কি পারিনা এই পথ শিশুদেরকে ভালবাসতে " ওদেরকে ভালবেসে বুকে টেনে নিতে " ওদের পাশে এসে দাঁড়াতে " ওদের ভালবাসায় নিজে সিক্ত হতে? একমাত্র আমরাই পারবো এই পথের অভিশাপ থেকে ওদেরকে মুক্তি করতে। কি বলেন আপনারা আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করলে অবশ্যই ওদেরকে এই অভিশাপ থেকে মুক্তি করতে পারবো।

Comments