কুরআনের সবচেয়ে দামি প্রাচীন পাণ্ডুলিপি কাতারে সংরক্ষিত


পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে দামি পাণ্ডুলিপিটি কাতারের হেরিটেজ ও ওয়ার্ল্ড আর্ট ইনসটিটিউটে সংরক্ষিত রয়েছে

.

 পাণ্ডুলিপিটির মূল্য ৩০ (ত্রিশ) লাখ কাতারি রিয়াল। এটি ৪০০ বছর আগে প্রথম রাজা সালিমকে উপহার দেয়া হয়েছিল।

‘হেরিটেজ এবং ওয়াল্ড আর্ট’ ইনসটিটিউটের প্রতিষ্ঠাতা মুসলেম সাকা আমিনী বলেন, ‘পবিত্র কুরআনের এ প্রাচীন দামি পাণ্ডুলিপিটি বর্তমানে হেরিজেট এবং ওয়াল্ড আর্ট ইনসটিটিউটে সংরক্ষিত আছে।

 

Comments