২৫শে মার্চ ১৯৭১ সালের ঘটনা


১৯৭১ সালের ২৫শে মার্চ, বৃহস্পতিবার।

.

দিন গড়িয়ে সন্ধ্যে, তারপর রাত নামলো। মানুষ সারাদিনের কাজের শেষে শান্তিতে ঘুমিয়ে পড়লো। ঠিক তখনি শুরু হলো পাকিস্তানী সামরিক জান্তার আয়োজন। ঢাকার পিলখানা, ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইনে চলল আকর্ষিক আক্রমণ। ঢাকা, চট্রগ্রামসহ দেশের সব সামরিক ঘাঁটিতে বাঙালি সৈনিকদের উপর ওরা ঝাঁপিয়ে পড়ল. কামান, ট্যাংক, মেশিনগান প্রবৃত্তি, সব ধরণের ভারী ভারী অস্র ব্যবহার করল হানাদার বাহিনী। হাজার হাজার ঘুমন্ত নিরস্ত বাঙালি মারা গেল হানাদার সৈন্যদের গুলিতে। ওরা ঢাকা বিশ্ববিদ্দালয়ের ছাত্রাবাস ও আশেপাশের বস্তিতে চালাল গোলা। ওদের গোলার আগুনে বাড়ি ঘর পুড়ে ছাই হলো।

Comments