মা'য়ের ভালবাসা
~~~~~~~~~~
আনন্দের খবর দিয়ে আমি এসেছি দুনিয়ায়,
আমাকে নিয়েই ব্যস্ত, মা ভোগে একা যন্ত্রণায়।
জন্মের পর থেকে দেখেছি অশ্রুজল ছবি আঁকে
ছোট থেকে জ্বালাতন করে পুড়িয়েছি মা'কে,
মা'র অপ্রকাশিত বেদনা হৃদয়ে লুকিয়ে রাখে।
বুঝতে দেয়না কাউকে সে থাকে পরিবার নিয়ে,
নিজেকে সর্বশান্ত করে, দেয় তার সবটা বিলিয়ে!
মা'য়ের প্রতি সন্তান বিরক্ত হয়ে রাখে বৃদ্ধাশ্রমে
পারবেনা তুমি কিছুতেই সুখী হতে কোনো ক্রমে।
মা'র ঋণ কি শোধ হয় কখনো সন্তানের পরিশ্রমে?
তবু মা চেয়ে যান প্রভুর দরবারে সন্তানের সুখ,
কষ্ট দেই, আঘাত করি লাগেনা যে মা'র মনে দুখ!
পাবেনা আর তুমি এমন কোনো ভালবাসার ছায়া,
সন্তানের ভালো চেয়ে মা হয় পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া।
কেমন সন্তান তুমি লাগেনা মা'র জন্যে একটু মায়া?