ভালবাসা কি শুধু রাত
জেগে ফোনে কথা বলা নাকি পার্কে দেখা করা?
ভালবাসা কি শুধু একটু
চোখাচোখি নাকি হালকা দুষ্টমী?
ভালবাসা কি শুধু একটু
কাছে আসা নাকি হালকা একটু স্পর্শ
অনুভুতি? ভালবাসা কি শুধু
অবাধ্যতা নাকি পাগলামী?
ভালবাসা কি শুধু
মিথ্যা বলা নাকি ফাঁকিবাজী?