দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাকিব আল হাসানকে। সেখানে একটি অস্ত্রোপচারও করতে হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। সাকিব বলেছেন, “খুব বড় ধরনের বিপদ থেকে এ যাত্রায় রক্ষা” পেয়েছেন তিনি।
এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে কার্যত সেমিফাইনাল বনে যাওয়া ম্যাচ খেলতে পারেননি সাকিব। চোটের কারণে আঙুল ফুলে ছিল তার, দেশে ফিরেছিলেন সে রাতেই। এরপর অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তবে সাকিবকে পড়তে হয়েছে জরুরী পরিস্থিতিতে।
“হাতের ব্যাথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে”, ফেসবুক-ইন্সটাগ্রামের এক পোস্টে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় একটা ছবি পোস্ট করে লিখেছেন সাকিব।
“দেশে আসার পর প্রচন্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে অ্যাডমিট হয়ে একটি অস্ত্রোপচার করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে।
“আপনাদের দোয়ায় খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি অস্ত্রোপচার করাতে হবে।”

Chomok roy
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?