কেয়ামতের কিছু লক্ষণঃ

(১) নারীদের সংখ্যা বেশি হবে।
(২) গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। ।
(৩) দ্বীনি জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে।
(৪) পথভ্রষ্ট আলেম মানুষদেরকে গোমরাহ বানাবে।
(৫) নীচু শ্রেণীর ফালতু টাইপের লোকেরা মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃত্ব করবে বা কথা বলবে।
(৬) অস্বাভাবিক মৃত্যু বেড়ে যাবে।
(৭) জিনা বেড়ে যাবে, মানুষ প্রকাশ্যে জিনা করবে।
(৮) অবৈধ সন্তান বেশি হবে।
(৯) ঘন ঘন ভূমিকম্প হবে।
(১০) মানুষ অযোগ্য লোকদের কাছ থেকে দ্বীন শিখবে।
(১১) আরব মরুভূমিতে আবার সমুদ্র বা নদী ও চাষাবাদ ফিরে আসবে।
(১২) অন্যায়ভাবে রক্তপাত ও মানুষ হত্যা বেড়ে যাবে।
(১৩) মুসলমানদের মাঝে কিছু লোক মূর্তিপূজা করবে।
(১৪) মুসলমান নামধারী কিছু এমন নারী হবে যারা কাপড় পরিধান করবে যে, তার যেনো কাপড় পড়েও উলংগ।
(১৫) একদল লোক ঘোড়ার লেজের মতো হাতে চাবুক নিয়ে ঘোড়াফেরা করবে আর মানুষকে মারধর করবে।
(১৬) মসজিদ ডিজাইন করা নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে।
(১৭) মানুষ মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের নামায আদায় না করেই বসে পড়বে।
(১৮) মসজিদে কুরানের তালীম না করে অন্য কিতাবের তালীম করবে।
(১৯) মুসলমানদের উপর অত্যাচারী, মারাত্মক জালেম শাসকরা চেপে বসবে।

উপরের সবগুলো লক্ষণ কম বেশি দেখা যাচ্ছে,

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন