কিস্তিতে নিন ওয়েবসাইট!!📣
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সারা পৃথিবীজুড়ে মানুষ যখন অহসায়। অর্থনীতির চাকা যখন স্থবির, ফিজিক্যাল ব্যবসা বানিজ্য যখন সব বন্ধ, প্রয়োজনীয় সকল কিছু বেচা-কেনা যখন কষ্টকর। সে সময়েও আমাদের অনলাইন উদ্যোক্তরা থেমে নেই, যার যার অবস্থান থেকে অনলাইনকে ব্যবহার করে মানুষের চাহিদার যোগান দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীর এই ক্রান্তিকালে “ জেড.এস ওয়েব সফট”
অনলাইন উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছে।
যেসকল উদ্যোক্তা নিজেস্ব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন তাদের সহযোগিতা করার লক্ষ্যে ZS Web Soft এর পক্ষ থেকে নেয়া হয়েছে “কিস্তিতে ওয়েবসাইট” তৈরি করার উদ্যোগ।
নিয়মাবলীঃ
01) আমরা আপনাদের সুবিধার্থে পুর্বে কিছু ডিজাইন তৈরি করে রেখেছি যাতে আপনি অডার করা পূর্বে আপনার প্রয়োজনীয় সব কিছু আছে কিনা চেক করে নিতে পারবেন আমাদের ডেমো ওয়েব সাইট দেখে অডার করতে পারবেন ।
02) সাইটের বাজেট উদ্যোক্তার সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
03) প্রতিটি সাইটের সাথে একটি ডোমেইন এবং হোষ্টিং অর্ন্তভূক্ত থাকবে।
04) ডোমেইন উদ্যেক্তার পছন্দের (খালি থাকলে) ভিত্তিতে প্রদান করা হবে।
05) হোষ্টিং এর পরিমান উদ্যেক্তার চাহিদার ভিত্তিতে প্রদান করা হবে।
06) কিস্তির ধরণ:
(ক) ডিউরেশনঃ 3মাস
(খ) কিস্তি প্রদানঃ মাসিক এডভান্স।
(গ) প্রদান প্রক্রিয়াঃ মোবাইল ব্যাংকিং/ ব্যাংক একাউন্ট।
08) ওয়েবসাইট নগদ মূল্যেও তৈরি করা যাবে তবে কিস্তিতে প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত কোন চার্জ প্রযোজ্য হবে না।
09) কিস্তি পূর্ণপরিশোধ সাপেক্ষে ডোমেইন, হোষ্টিং এবং সাইটের শতভাগ কন্ট্রোল Owner কে প্রদান করা হবে।
1 প্রতিটি ওয়েবসাইটে কী কী ফ্যাসিলীটি থাকবে তা লিখিত ভাবে চুক্তি আকারে উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পাদন হবে।
11) করোনা কারনে সরাসরি অফিস এ এসে অডার করতে পারবেন না অনলাইন অডার নেওয়া হবে সে জন্য আমরা আপনাকে মেইল এর মাধ্যমে চুক্তি পত্র এবং পেমেন্ট রিসিভ স্কেন কপি পাঠিয়ে দিবো ।
কিস্তিতে যে সকল ওয়েবসাইট করা যাবে
-
✅ ই-কমার্স ওয়েবসাইট
✅ নিউজপেপার ওয়েবসাইট
✅ কোম্পানী ওয়েবসাইট
✅ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
✅ ব্যাক্তিগত ওয়েবসাইট
✅ ব্লগ ওয়েবসাইট
✅ ট্রেইনিং প্রতিষ্ঠান ওয়েবসাইট
✅ কোচিং সেন্টার ওয়েবসাইট
✅ ট্যুর/ভিসা ফার্ম/রিসোর্ট ওয়েবসাইট
✅ হোটেল ও পর্যটন ওয়েবসাইট
✅ ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
✅ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
✅ রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট
✅ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
✅ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট
ওয়েব সাইট এর ডেমো দেখে অডার করতে পারবেন মূল্য আলোচনা সাপেক্ষে নেওয়া হবে ।
কেনো ZS Web Soft থেকে সেবা নিবেন ? কারন আমাদের কাছে প্রতারিত হওয়ার কোন সুযোগ আমাদের প্রতিষ্ঠান সরকার অনুমেদিত iSO Certificate প্রাপ্ত প্রতিষ্ঠান ।
আপনি আগ্রহী হলে যোগাযোগ করুন
✅ যোগাযোগঃ
☑ ফোন 01793467630 অথবা 01871154515
☑ মেসেঞ্জারঃ https://m.me/zswebsoft
☑ ওয়েবঃ https://zswebsoft.com

Most. Mobassira Akhter
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Md. Kadar Ali
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Md. Mashum Ali
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?