আগামীকাল 18.09.18 তারিখ আমার জন্মদিন। 18.09.81 সালের এমন সুন্দর দিনেই আমার দুনিয়ার জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিলো। এমন সুন্দর দিনেই জীবনপাতা.কম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। খুব ছোট্ট পরিসরে ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে জীবনপাতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই আনন্দঘন সময়ে জীবনপাতার টপ ২০ মেম্বারকে পাশে পেলে খুব ভাল লাগবে। যাদের রেংক ১ থেকে ২০ এর মধ্যে আছে তাদেরকে কালকের অনুষ্ঠানে আমন্ত্রন জানানো যাচ্ছে। যারা আসতে চান তাদেরকে কমেন্টে/ইনবক্সে আজকের মধ্যে জানানোর অনুরোধ করা যাচ্ছে।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন