নির্বাসনের বিরল রোদে কুয়াশাময় দস্তানা!
তুমুল মেঘ লেখা পর্যটন- বর্ষার বিপদ নিয়ে ভেসে গেছে পাহাড়ের আস্তানা! আকাশ ছিল ওই যাত্রায় । আমার ভ্রমণে তবু অন্যরকম যাত্রা!

উড়ে আসে বনের গন্ধ পাইনের মাথায় বরফ বাড়িতে
নিবিড়ের খুব কাছাকাছি আগুন আর চুমু, তবু প্রতি শীত পিছু ব্যয় হয় উষ্ণতা সোয়েটার জড়ানো রাতে।
সন্ধান লেখাতে হবে কোনদিনে? কেনই বা? কেউ জানেনা।

তখন চায়ের ধোঁয়ায় কোনো চেনা হয়নি জানা!
তখন ব্রিজ থেমেছে গিয়ে অচেনা ডাকবাংলোর অর্কিডে। আসলে একটা গোটা চিঠিতে লেখা ছিল নিজের ঠিকানা ! স্বপ্ন শেষ। ভেজা অন্ধকারে মুখোমুখি বসে আছি। কেউ কারুর মুখ দেখছিনা!

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন