ব্যস্ততার মলাট সেঁটে নিজেকে এতোটাও পরিবর্তন করোনা যাতে নিজের অামিত্বের অস্তিত্বটা পর্যন্ত হারিয়ে ফেলো।
মনে রেখো তোমার পরিবর্তনের লীলাখেলার কষাঘাত তোমার চারপাশের মানুষ গুলোর অাত্মাকে রক্তাক্ত করে দেয়।
তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মানুষ গুলোর দীর্ঘশ্বাস দিনদিন প্রতীক্ষার ক্ষততে পদার্পণ করছে।
কারণ তা যখন তোমার বোধগম্য হবে তখন হয়তো তোমার শুক্লপক্ষের চাঁদ কৃষ্ণপক্ষের অন্তরালে হারিয়ে যাবে।

7hi3f
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?