-ঠিক এমন কোনো পূর্ণিমা রাতে তোমার সাথে সমুদ্রপারে বসে থাকবো।
-তুমি তো বেশ রোম্যান্টিক!
-তোমার আঙুল ধরে সমুদ্রের পারে হাঁটবো আর জোছনা পোহাবো।
-আর?
-আমি মাঝেসাঝে তোমাতে আচ্ছন্ন হবো। তোমার ঘোরে জোছনাকে আরো সুন্দর লাগবে।
-তারপর?
-তোমার হাতটা শক্ত করে ধরবো।খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদের প্রতিচ্ছবি দেখবো তোমার মুখে।
-এভাবে বলেনা! লজ্জা করে।
-তখন আমি আরেকটু রোম্যান্টিক হয়ে যাবো।ভালোবাসার আচ্ছন্নতায় ডুবে যেতে চাইবো খানিকটা দুষ্ট হয়ে।
-আমি দৌড়ে পালাবো।
-তোমার ওড়না টেনে ধরবো।
-ছি কেউ দেখে ফেলে যদি?
-কেউ দেখবেনা। তোমার আমার ভালোবাসায় কেউ বাঁধা হবেনা।
-আমার লজ্জা করবে যে?
-তোমার আরো কাছে এসে লজ্জা ভেঙে দিবো।
-না না চুপ,কাছে ঘেঁষা ঘেঁসি হবেনা।
-আমি তোমার কানের কাছে যাবো।কানে কানে......
-কানে কানে কি?
-কানে কানে তোমার কাছে দুষ্টু দুষ্টু আবদার করবো
-আমি যদি না দিই?
-তবে আমি চিৎকার করে বলবো.....
-কি বলবা?
-এখনিই বলবো সেটা?
-বলোনা,শুনতে ইচ্ছে হয়।
-সহ্য করতে পারবা?
-তুমি উতলা করে দিয়েছো আমায়...এখন আমি স্বপ্নে ভাসছি।
-আমি বলবো,"তিনশো টাকার এনার্জী বালব মাত্র একশ টাকা,শুধুমাত্র কোম্পানীর প্রচারের জন্যে,ছয় মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন।"
চিন্তা করতে পারো? আমি তুমি সমুদ্রপারে বসে এভাবে বালব বিক্রি করে টাকা জমিয়ে সুখের সংসার করবো।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন