(১) কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙ্গে পড়ো না, ... বরঞ্চ তাদের বিষাক্ত সাহচর্য থেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নি:শ্বাস নাও।।।
(২) তুমি কি সেটা কেবলমাত্র তোমার পক্ষেই উপলব্ধি করা সম্ভব।। সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারনা করছে বা কে কি বলছে তা নিয়ে বিচলিত হয়ো না। ........ বাইরে থেকে না বোঝা গেলেও একমাত্র ঝিনুকই জানে তার ভিতরের মুক্তার উপস্থিতি।।।।
(৩) " দূর হোক মনের দারিদ্রতা আসুক মানসিক স্বচ্ছলতা "
(৪) কৃত ভুলের জন্য একজন মানুষকে বার বার দোষারোপ করা থেকে বিরত থাকাই শ্রেয়!!! ........ ঘা শুকানোর জন্য সময় না দিয়ে খোঁচাখুঁচি শুরু করলে তা আরো বিকট আকার ধারন করে।।।
(৫) হিংসা এবং লোভ হলো চোখের ছানির মতো, যতো বাড়ে ততোই বিবেকের চোখ অন্ধ হতে থাকে।
(৬) সুস্থতা আল্লাহতালার সবচাইতে বড় নেয়ামত...এই নেয়ামতের ব্যতিক্রম ঘটলেই জীবনে অমানিশার অন্ধকার নেমে আসে।
(৭) অন্যের দূর্বলতা নিয়ে উপহাস করবেন না।.. মনে রাখবেন যে কোনো সময়ে আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন।
Mehadi Hasan Khan Sayem
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
℘rơɬɨҡ Տհɑħɑ
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md. Kadar Ali
Delete Comment
Are you sure that you want to delete this comment ?