দুটি দোয়া পেশ করতে চাই আপনার জন্য। সবকিছু ভুলে গেলেও যেন এই দুইটি দোয়া ভুলে না যান। হয়ত আপনি নামায পড়ছেন কিন্তু পরিবারের অন্যরা নামায পড়ছেনা,এটা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে,খুজছেন এমন একটা দোয়া/আমল যার দ্বারা আপনার পরিবারের সদস্যরা নামাযি হতে পারে,চলুন তাহলে শিখে নিই,
,
রাব্বিজ ‘আলনী মুকীমাসসালা-তি ওয়া মিন যুররিইইয়াতী,রাব্বানা-ওয়া তাকাব্বাল দু‘আই।
,
অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে ও আমার বংশধরদেরকে নামাযের উপর কায়েম রাখো। হে আমাদের পালনকর্তা, কবুল করুন আমাদের দোয়া। (সূরা ইব্রাহিম আয়াত নং ৪০)।
,
এই দোয়া পড়বেন রোজ। যদি আপনার আমলনামায় শিরক এর গুনাহ থাকে তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন। জানা অজানা অনেক শিরক হয়ে যায় হয়ত,শিরক থেকে বাচবার জন্য নিম্নোক্ত দোয়াটি করবেন..
,
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ"লামু,ওয়াসতাগফিরুকা লিমা লা আ"লামু।
,
অর্থঃ হে আল্লাহ,জানা অবস্থায় যেসব শিরক হয়ে যায় সেগুলো থেকে পানাহ চাচ্ছি,অজানাতে যেগুলো শিরক হয়ে যায়/যাচ্ছে সেগুলো থেকে ক্ষমা চাচ্ছি। (সহিহুল জামে)।
,
দোয়া দুইটি আজকেই মুখস্থ করে নিন,বাড়ীর সবাইকে জানান,আপনার ফেন্ডদেরকেও জানিয়ে দিন,শেয়ার/কপি করে ছড়িয়ে দিন....
