নওগাঁর সাহাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছারাই চালিয়ে যাচ্ছে(আনোয়ার রাইস মিল)এ প্লাস্টিক কারখানা।দেখার কেউ নেই।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি না তা জানতে চাইলে তিনি জানান,প্রক্রিয়াধীন আছে।এ ব্যাপারে প্রশাসনের দৃস্টি দেওয়ার অনুরোধ করা হচ্ছে।প্লাস্টিক কারখানা হতে মারাত্মক রোগ সৃস্টি হয় তাও এটি আবার অবৈধ ভাবে গ্রামের মাঝখানে এটি কি করে সম্ভব প্রশাসন কে দৃস্টি দেওয়ার এবং সত্য খবর প্রচারে এগিয়ে আসার আহবান।
