Translate   4 years ago

চারি দিক নিরব!
একটা শব্দও পাইনা।
একলা আকাশ,
একলা আমি।
সব যেন এক ধূসর কল্পলতা।।
মাঝে মাঝে ঝিঁ-ঝিঁ আওয়াজ,
নিস্তব্ধ কণিকাগুলো(জোনাকী)-
ছন্দ মিলিয়ে এক,
অপরূপ সৌন্দর্য বিলায়।
এই মনে.........।।
ভালবাসি,ভালবাসিনা!
এই মন শুধু একে যায়, তার রূপের মোহনা।
সেই যে দেখা-
কিছু ভেবে ও ভাবিনি,
তাকে নিয়ে।
শুধু ভালবেসেছি মনের ঘোরে।।
এই আলোছায়া ঘিরে,
অপরূপ বেশে-
মনটা ছুটিয়ে দিই কল্পলতার দেশে।
যেখানে সবাই সুখ খুঁজে মরে!
আর আমি খুঁজি নিস্তব্ধ কণিকাকে।
যে শুধু আলো বিলিযে যাবে-
এই অন্ধকার মনে।।
অসম্ভব আবেগ-
অসম্ভব একা!
নিঃস্বতা যেন শুধু এমনের ব্যাথা।
সবাই আছে কী যেন নেই?
সে কি কণিকা!নাকি-
এই নিঃস্ব মনের নিস্তব্ধ ব্যাথাটা?
নাকি আমার ভালবাসার একটাই নাম,
নিস্তব্ধ কণিকা???

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry