একদিন অসুস্হ হব খুব 
তারা ভরা আকাশের মত 
বিছানো ক্লান্তির চাদর জানবে 
আমি আসলেই হেরে যেতে চেয়েছিলাম 
 
একদিন না বলব না আর হ্যাঁ ও না 
সমস্ত আদর পিছলে যাবে নিজেরাই 
যেভাবে বেহিসাবী দেওয়া নেওয়া 
ভরে যায় ব্যর্থতায় আর ফিরে  
যেতে যেতে মিশে যায় মা'র আঁচলে 
চিরসত্যের ভ্রম নামে 
 
একদিন তুমিও ফিরে যেও 
গঙ্গাজল আর সাদাফুল নিয়ে 
জেনো, যার বেঁচে থাকা মৃত্যুর সামিল 
তাঁর মৃত্যুকে বেঁচে ওঠা বলে...