#সতর্কীকরণ_পোস্ট
প্লাস্টিকের চালের কথা এতদিন শুধু শুনেছি, ভিডিও তে দেখেছি। আজ নিজের চোখে দেখে মানুষের ঈমান সম্পর্কে নতুন অভিজ্ঞতা হলো।
এবার মূল কথায় আসি। গতকাল বাসায় নিয়ে আসা নতুন চাল রান্না করেছিলাম। ভাত খাবার সময় খুব একটা ভালো বোধ করলাম না। ভাবলাম রোজা রাখার কারনে হয়ত মুখে স্বাদ নেই। কিন্তু সেটা সবারই কেন হবে? তাই আজ রান্না করার আগে মনের সন্দেহ দূর করার জন্য একমুঠ চাল নিয়ে একটি পাত্রে হাই হিটে কিছুক্ষণ চুলার উপর রাখলাম। ফলাফল দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চাল গুলো পুড়ে ছাই না হয়ে একটার সাথে আরেকটা জোড়া লেগে যাচ্ছিলো আঠার মতন। ছিঃ কি অবস্থা! মানুষ কিভাবে এসব কাজ করতে পারে? এসব নিয়মিত খেলে মানুষ বিলুপ্ত হতে আর বেশি সময় লাগবে না।
#সংগৃহিত



Md. Sabbir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mohammad Tanvir
-
Delete Comment
Are you sure that you want to delete this comment ?