#অাজ কয়টা উচিত কথা কমু শুনতে খারাপ লাগলে কিছু করার নাই
#সবার___ক্ষেত্রে_নয়
সদ্য প্রেমিকার উদ্যম স্তনে নিজের আধিপত্য বিস্তার
করা ছেলেটাও নিজের বাসরে একজন সতী নারী চায়।
"ভালোবাসি" বলে প্রেমিকার শরীরের ভাঁজে ঠোঁটের
খাঁজে নিজেকে মাতাল আরোহী করা প্রেমিকও হয়ত
তার স্ত্রীকে বলবে "আমিই কি তোমার জীবনে প্রথম?"
.
হাজারো মেয়ের শরীরে কামনার ঝড় বইয়ে দেয়া
ছেলেটিও তার প্রাক্তন কে "বেশ্যা কিংবা খানকি" বলে
তার শহরের অলিতে গলিতে বিলবোর্ড টাঙিয়ে দিবে।
অথচ কাল অব্দি তাকেই সতী মেনে মাথার তাজ করে
রেখেছিল সে।
.
ভালোবাসে বলে "বাবু আমার এইটা লাগবে ওইটা
লাগবে; চলোনা আজ আমরা ক্যান্ডেল লাইট ডিনারে
যাই" বলা মেয়েটাও স্বার্থ ফুরোলে প্রেমিকের পিন্ডি
চটকিয়ে চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করে।
.
দুদিন আগেও প্রেমিকের কাছে নিজের শাড়ির আঁচল
ফেলে যৌনসুখ নেয়া মেয়েটাও সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিবে - "দুনিয়ার সব ছেলে এক; সবাই খারাপ।" অথচ কতশত রাত প্রেমিকের নগ্ন কথায় কামনার আগুনে পুড়িয়েছে নিজেকে তার ইয়ত্তা নেই...!!
.
ইনিয়ে বিনিয়ে বার বার "ভালোবাসি তোমায়" বলা
প্রেমিকাটিও স্বার্থের টানে আগের থেকে বেটার
কাউকে পেলে তার পিছনে লাইন লাগাবে। প্রেমিকের
নীরব আর্তচিৎকার অদৃশ্য এক প্রাচীর ভেদ করে তার
কানে পৌঁছবে না।
.
নিষিদ্ধ পল্লীর নিত্য দিনের খদ্দের যার কিনা প্রতিদিন
নতুন শরীর চাই সেও ক্লান্ত দেহে বাসায় গিয়ে স্ত্রীর
কপালে চুমু একে বলবে "খুব মিস করেছি আজ তোমাকে, লাভ ইউ সোনা।"
পাশের বাসার সুঠাম দেহের ছেলেটির সাথে সদ্য শুয়ে
আসা স্ত্রীটিও স্বামীর জন্য ঠোটে লাল লিপস্টিক
দিয়ে, জর্জেট শাড়ি পরে অপেক্ষা করবে। "ভালোবাসি
প্রিয়" বলে ঠকানোর জন্য আর এক ধাপ এগিয়ে যাবে।
.
রাস্তায় মেয়ে দেখলেই, দেখ দেখ মালটা জোশ না
কিংবা সিটি বাজিয়ে চোখ দিয়ে হাজারবার ধর্ষন করে
কামরসে প্যান্ট ভেজানো ভাইটিও নিশ্চিত হতে চায়
তার বোনটিকে কেউ ডিস্টার্ব করছে না তো!!। বড্ড
ভালোবাসে নিজের বোনকে...!!
.
হায়রে মুখোশ। যে দিকে তাকাই সেদিকেই মুখোশের
অন্তরালে ভালো মানুষের বসবাস। অদ্ভুত এই সমাজ; অদ্ভুত এই সমাজের নিয়ম নীতি। "রাইতের বেলায় বেশ্যার সাথে রাত কাটিয়ে দিনের বেলায় সুশীল মারায়।" সত্যিই অদ্ভুত....!!

Lakid Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md. Sabbir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mohammad Tanvir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?