যতটুকু জানি আমাদের মহানবী দুটো খেজুর,একটু জবের ছাতু আর পানি দিয়ে ইফতার করতেন।সুতরাং রাতের খাবার বা সেহরীতে তিনি কি খেতেন তা সহজেই অনুমেয়।আর আমরা তার উম্মতরা কি করছি?ইফতার এ আমরা যা করি তাতে তো মনে হয় সারাবছরের খাবার এক বেলাই খেয়ে ফেলবো!অসভ্য বুভুক্ষের মত খাই আমরা!হরেক পদের ইফতার আইটেম না হলে নাকি বহুজনের ইফতার ই হয় না!মুখে রূচি হয় না!ঘরে বানানো তো আছেই সাথে বাইরের আইটেম লাগবেই!সুযোগ পেয়ে দোকানদাররা তাদের ঠকানো আর ভণ্ডামির ব্যাবসা খুলে বসেছে!সাথে যোগ হয়েছে বিভিন্ন খাবারের দোকানের রকমারি ইফতার প্লাটার এর অফার গলাকাটা দামে!একটার সাথে একটা ফ্রি তো আছেই,আছে আনলিমিটেড অফার ও।এই দেশে রোজার মাসে সব চাইতে বেশি অন্যায়,অপকর্ম আর ধান্ধাবাজী হয়,বা আমরা করি-দাম বেশি,খাবারে ভেজাল,ইফতার পার্টি, সেহেরী পার্টি,বাহারি কেনাকাটা কি না করি আমরা?রোজার মাস নাকি সংযম এর মাস!হা সংযম!সংযমের গুষ্টির পিন্ডি উদ্ধার করি আমরা..!!