❤স্বামীর চেয়ে উত্তম বয়ফ্রেন্ড কে আছে? স্ত্রীর চেয়ে উত্তম গার্লফ্রেন্ড আর কে আছে? ❤
দ্বীনহীন এবং দ্বীনদ্বার সবাই ই জানে প্রেম হারাম। তারপরও কতিপয় বালক -বালিকারা প্রেম নামে অবৈধ, নোংরা রিলেশনটিতে আছে।দঃখীত প্রেম কে নোংরা বলছি, কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই! প্রেম পবিত্র নয়, পবিত্র হলো বিয়ে। মানুষ যাকে ভালোবাসে তার মঙ্গল চায় । কিন্তু প্রেমের সম্পর্কে থেকে তো নিজের ভালোবাসার মানুষটিকে তো জাহান্নামের ভয়াবহ আগুনের দিকে ধাবিত করছেন। এ কেমন ভালোবাসা.........?

সূরা নুরের ৩০ নং আয়াতে পুরুষদের দৃষ্টি নিচু রাখতে এবং লজ্জা স্থানের হিফাযাত করতে বলা হয়েছে এবং ৩১ নং আয়াতে নারীরা কাদের সাথে সাক্ষাত করতে পারবে চার একটি তালিকা দেওয়া হয়েছে ।
তাহলে বিবাহ বহির্ভূত প্রেম হালাল হয় কী করে..........?

আমার এই পোষ্টটি যে সব প্রেমিক -প্রেমিকারা পড়বে তাদের উদ্দেশে বলছি আপনারা দুজনেই হবেন হাশরের মাঠে দুজনে দুইজনের ভয়াবহ শুত্র।
এছাড়া ও জানেন তো আল্লাহর অবাধ্যতার ফলাফল খুবই ভয়াবহ হয়। পৃথিবীতেই আল্লাহ্ চাইলে আপনার কঠিন আজাব হতে পারে.....!

আল্লাহর কাছে সকলের হেদায়েত কামনা করছি।
আল্লাহ্ রহম করুন..............!

#আমিন

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন