গালি দেওয়ার আগে অন্তত একবার ভাবুন..!!
রোজা রেখে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় ভ্যান গাড়ীর উপর ইফতার করছে পুলিশ সদস্যরা। যারা এসি রুমে বসে ইফতারী করেন, তারা এ কষ্ট বুঝবেন না।
কিছু পুলিশ খারাপ আছে, তাই বলে সব পুলিশকে ঢালাওভাবে খারাপ ভাবা ঠিক না।