মাধবী লতা,, 
 
কি দিয়ে আজ মন বুঝাব 
দুঃখে ভর পুর,, 
নষ্ট বলে কষ্ট দিলো 
স্বামী বুঝল ভুল। 
 
বসে বসে আজ দিন গুলো যে 
চলছে বহুদূর, 
মেয়ে হয়েই জন্ম নিয়েই 
করেছি মস্ত ভুল। 
 
মন বুঝেনা ডাকছে মরণ 
কারণ খুঁজে সবাই 
ভুল বুঝে তাই খারাপ বলে 
মেয়ে হয়েছি তাই। 
 
জীবন দিয়ে যার চরণে  
সঙ্গ দিলা আমি, 
সেই তো আবার নষ্টা বলেই 
উড়ায় দুঃখের বুলি। 
 
কি দিয়ে আজ মন বুঝাব 
নষ্টা মেয়ে আমি 
ক্ষণিক দেখা বাবার বাড়ি 
চলতে শশুড় বাড়ি।