তুমি আমার
জ্যোৎস্না তারার মতো হাসিটা তোমার

কতোটা ভালো লাগে জানো.........আমার

তুমি আমার ওগো তুমি আমার

তুমি আমার এ জীবোন রাঙার

কতোটা ভালবাসি জানি না আমি

কতটা বুকে রাখি জানো না তুমি

তুমি আমার শুধু স্বপ্ন দেখার

তুমি ওগো ভালোবাসার

কথা দিয়েছিলে পাশে থাকার

ছিলাম না কোনো দিন বুকে তোমার

তোমার আমার সেই স্মৃতি গুলো

কাদি আমি ভেবে আজও

তুমি হলে সেই নদীর জোয়ার

তুমি ছিলেনা কোনো দিনও আমার

ও প্রিয়া......ও প্রিয়া......

কেনো বুঝ না এই মনের মায়া

তুমিই তোমার তুমিই তোমার

তুমি হলে না ওগো আজও আমার

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন