# ইস্তাম্বুলে তারাবীহ ।
একজন মানুষকে লক্ষ্য করলাম কয়েকদিন ধরে । তারাবীহ নামাজের সময় বিরতির ফাঁকে ফাঁকে পেছন দিকে চলে যান আর বাচ্চাদের চকলেট দেন পকেট থেকে। একটা দূইটা না , আবার কমদামী ও না। যেন চকলেটের দোকান । আমার চোখে চোখ পড়তেই হাসি দিলেন । বাচ্চাদের এমন ভালবাসা আর মসজিদমুখী করার চেষ্টার দৃশ্য সত্যিই দারুণ ।

আমাদের দেশে ও দুই প্রজন্মের এমন ভালবাসার গল্প শুনতে ইচ্ছে করে ।
# আমরাও পারবো কি ? নাকি ছেলে ধরা মনে করে উত্তম মাধ্যম দিবে ???
তুরস্কে পড়াশোনা করেন এক বন্ধুর কাছে পাওয়া

collected.......

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন