# ইস্তাম্বুলে তারাবীহ ।
একজন মানুষকে লক্ষ্য করলাম কয়েকদিন ধরে । তারাবীহ নামাজের সময় বিরতির ফাঁকে ফাঁকে পেছন দিকে চলে যান আর বাচ্চাদের চকলেট দেন পকেট থেকে। একটা দূইটা না , আবার কমদামী ও না। যেন চকলেটের দোকান । আমার চোখে চোখ পড়তেই হাসি দিলেন । বাচ্চাদের এমন ভালবাসা আর মসজিদমুখী করার চেষ্টার দৃশ্য সত্যিই দারুণ ।
আমাদের দেশে ও দুই প্রজন্মের এমন ভালবাসার গল্প শুনতে ইচ্ছে করে ।
# আমরাও পারবো কি ? নাকি ছেলে ধরা মনে করে উত্তম মাধ্যম দিবে ???
তুরস্কে পড়াশোনা করেন এক বন্ধুর কাছে পাওয়া
collected.......
Md. Sabbir Ahmed
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Mohammad Tanvir
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟