#তোমার_সূর্য_হব_ভেবেছিলাম,
প্রাণবন্ত মেঘেদের বুক চিরে আমার ফাল্গুণী কলমে এঁকে যেতাম আমাদের রূপকথার চাঁদ।
এই অবেলায় যখন
আগুন হয়ে জ্বলতো বিষণ্ণ হলুদ রোদ!
আমি তোমাকে ছাই হতে দেখেছি অলীক স্বপ্নের হাতে।
কখনো তোমায় নাম ধরে ডাকি নি আমি,
কিন্তু আমার প্রতিটি ছন্দে
শুধু তোমার জলছাপ দেখতে পাই।
তোমার উদাস ঝকঝকে হাসিরা
আজও ছবিতে ভীষণভাবে সক্রিয়।
তোমার অপার ভালবাসার সাক্ষীস্বরূপ
আজ আমি আক্রান্ত তোমার হাতে।
তুমি তোমার জীবন্ত চারুলতার ছন্দ শিখিয়েছ সাহিত্য,
কিন্তু মন পোড়াতে পারো নি,
পারো নি তার স্বপ্নগুলোকে পুড়িয়ে দিতে।
আজও সেই চেনা
গঙ্গার ঘাটে পড়ন্ত রোদকে সাক্ষী রেখে
যদি আরোও একবার তোমার সামনে গিয়ে দাঁড়াই..!
পারবে এই ক্ষত বিক্ষত মুখে একফোঁটা সিঁদূর ছোঁয়াতে?
