কখনো হীনমন্যতায় ভুগবে না। এই পৃথিবীর কাছে তোমার গুরুত্ব অনেক। তুমি শুধু একজনই; সেটা তুমি। কোটি কোটি মানুষ থাকতে পারে তবে তোমার মত একটা মানুষও নেই।
তোমার আঙুলের ছাপ আর কারো সাথে মিলবে না।তুমি যেভাবে নিচের ঠোঁট উল্টো করে কাদো; ঠিক এভাবে আর কেউ কাঁদে না। তুমি যেভাবে দুঃখ পাও, যেভাবে ভালোবাসো; তোমার মত করে আর কেউ এভাবে ভালোবাসে না। তুমি শুধু একজনই; সেটা তুমি।
তিলে তিলে কষ্ট পেয়ে মরে যাবার জন্য তোমার জন্ম হয়নি। তুমি তোমার কষ্ট গুলোকে মেরে ফেলতে পারবে না তবে তুমি চাইলেই নিজেকে তিলে তিলে মেরে ফেলার হাত থেকে বাঁচাতে পারো। তোমাকে পাথরের মত শক্ত হতে হবে যেখানে তলোয়ার দিয়ে আঘাত করলে তলোয়ার মচকে যাবে; পাথরে দাগ হবে; ভাঙ্গবে না।
উঁচু ছাদ থেকে নিচের দিকে তাকালে কেবলই পড়ে যাবার দৃশ্য চোখের সামনে ভেসে আসবে ; আর আকাশের দিকে তাকালে উড়তে ইচ্ছে করবে।
তোমার ঘাড়টা নিচের দিকে নুইয়ে আছে। আর কাউকে পাশে না পেলে দু হাত দিয়ে ধরে নিজের ঘাড়টাকে উঁচু কর। দেখো- এই অপূর্ব পৃথিবীটা সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করছে।
কখনো হাল ছাড়বে না, হাল ছেড়ে দিলে তোমার নিয়তি তোমাকে ছেড়ে দিবে। অন্য কিছু খোঁজার আগে নিজের ভেতরের সেই বারদটাকে খুঁজে বের কর। পুরো পৃথিবীটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবার জন্য শুধু মাত্র একটা ম্যাচের কাঠিই যথেষ্ট।
কখনো এটা মনে করবে না যে তুমি মেধাবী না। তোমার ভেতরে যা আছে আর যা নেই সেটা স্বয়ং তিনি দিয়েছেন যিনি তোমাকে বানিয়েছেন এবং নিশ্চয়ই তিনি কখনো ভুল করেন না।
তোমাকে আর কারো মত করে বানানো হয়নি। আর কাউকেও তোমার মত করে বানানো হয়নি। তুমি যেটা পারবে,সেটা আর কেউ পারবে না। তোমার কাছে এমন একটা বারদ আছে যেটা আর কারো কাছে নেই। খুঁজে বের কর; তারপর জ্বালিয়ে দাও।
একটা কথা মনে রাখবে, তুমি তোমার জীবনের সেরা সময়টা এখন পার করছ। কেননা এখনের সময়টা ঠিক ভাবে কাজে লাগাতে না পারলে সেরা সময়টা আসবে না।
Md. Sabbir Ahmed
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Mohammad Tanvir
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?